Logo

সারাদেশ

ফেনীতে অস্ত্র-চাঁদাবাজিসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৯:৪৩

ফেনীতে অস্ত্র-চাঁদাবাজিসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে অস্ত্র ও চাঁদাবাজিসহ সাত মামলার পলাতক আসামি আব্দুর রহিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুর রহিম বগাদানা ইউনিয়নের গিয়াসউদ্দিন মাস্টার বাড়ির মৃত মোকজলের রহমান টুকু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আব্দুর রহিমের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, চুরি ও মারামারির অভিযোগে ৭টি মামলা রয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম. এমরান পাটোয়ারী/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর