Logo

সারাদেশ

নির্বাচন বিলম্বিত হলে শহীদের স্বপ্নও বিলম্বিত হবে : প্রিন্স

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:১৯

নির্বাচন বিলম্বিত হলে শহীদের স্বপ্নও বিলম্বিত হবে : প্রিন্স

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বাজারে ছাত্র গণঅভ্যুত্থানে নিহত মো. শাজাহানের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘নির্বাচন যত বিলম্বিত হবে, শহীদের স্বপ্ন বাস্তবায়নও ততই পিছিয়ে যাবে। নির্বাচন ছাড়া শহীদদের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়।’

তিনি বলেন, ‘আমরা শহীদদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, এই রক্ত বৃথা যেতে দেবো না। বৈষম্যহীন, বঞ্চনামুক্ত রাষ্ট্র গড়তে আন্দোলন অব্যাহত থাকবে।’

প্রিন্স অভিযোগ করেন, নানা ‘নন-ইস্যু’ সামনে এনে ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, ‘যারা পিআর পদ্ধতির নামে নির্বাচন নিয়ে আপত্তি তুলে শোরগোল তুলছে, তারাই আবার ৩০০ আসনে প্রার্থী ঘোষণা দিয়ে ভোট চাইছে। এটা তাদের দ্বিচারিতা ও ভণ্ডামির বহিঃপ্রকাশ।’

গত বছর ১৯ জুলাই ঢাকার মহাখালীতে পুলিশের গুলিতে আহত হন মো. শাজাহান। পরে ২৪ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। তার গ্রামের বাড়ি ধোবাউড়ার ঘোষগাঁও ইউনিয়নের জরিপাপাড়ায়।

বক্তারা অভিযোগ করেন, মৃত্যুর পর স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে সামাজিক কবরস্থানে দাফন করতে দেয়নি। পরে গভীর রাতে খালার বাড়ির পাশে খোলা জায়গায় দাফন করা হয়।

স্মরণসভায় উপস্থিত ছিলেন—শহীদ শাজাহানের মা সাজেদা খাতুন, খালা মাজেদা খাতুন, জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, জেলা যুবদল সভাপতি শামসুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।

স্মরণসভা শেষে প্রিন্স শহীদ শাজাহানের কবর জিয়ারত করেন, পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর