Logo

সারাদেশ

মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় হাজির বাবা-মা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:২০

মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় হাজির বাবা-মা

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বাবা ও মা।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পৌরসভা এলাকার সাহেবগঞ্জ গ্রামে নিজ বসতঘরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত হাসান গাজী (২২) বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা। তার বাবা-মা হলেন- জাফর গাজী (৪৫) ও নাজমা বেগম (৩৮)।

নিহতের চাচি কহিনুর বেগম জানান, হাসান মাদকাসক্ত হয়ে পড়ায় তার বাবা-মায়ের অবাধ্য হয়ে চলত। এ নিয়ে প্রায়ই পরিবারে ঝগড়া হতো। মঙ্গলবার দুপুরেও মাদকের টাকা না পেয়ে নিজ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাবা-মা বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে লোহার পাইপ দিয়ে ছেলের মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করলে হাসান মারা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে জাফর ও নাজমা দম্পতি থানায় গিয়ে ছেলেকে হত্যার দায় স্বীকার করে তাদের আটক করতে বলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে হাসানকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিকালে জাফর গাজী ও তার স্ত্রী আত্মসমর্পণ করলে আমরা মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর