Logo

সারাদেশ

শ্রীপুরে হাসপাতাল-রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:২৩

শ্রীপুরে হাসপাতাল-রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় দুটি হাসপাতাল ও একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম ও স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত জানায়, মাওনা সিটি হাসপাতাল কোনো পরিবেশ ছাড়পত্র ও নারকোটিকস লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। এছাড়া, নার্সদের সনদপত্র যাচাই করে ভুয়া বলে প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া হাসপাতালের ট্রেড লাইসেন্সে কর্মকর্তার স্বাক্ষরও ছিল না।

এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে লাইফ কেয়ার নামে একটি হাসপাতালকে ১০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে ক্যাফে আফসার নামে একটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, ‘একটি হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় কোনো বৈধতা এদের ছিল না। তাদের এক মাস সময় দেওয়া হয়েছে। পরবর্তীতে ত্রুটি পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ‘জনস্বার্থে নিয়মিত অভিযান চলবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর