Logo

সারাদেশ

নাটোরে জমি নিয়ে দ্বন্দ্বে দোকানে তালা, জামায়াত–বিএনপির চার নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগ ‘রাজনৈতিক অপপ্রচার’—জামায়াতের সংবাদ সম্মেলন

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:৩১

নাটোরে জমি নিয়ে দ্বন্দ্বে দোকানে তালা, জামায়াত–বিএনপির চার নেতা গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

নাটোরের বড়াইগ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগে জামায়াত ও বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন—আহম্মেদপুর গ্রামের মুজিবুর রহমান (৬৫), তার ছেলে ও জামায়াত নেতা রুহুল আমিন (৪৫), বিএনপি কর্মী হায়দার আলী (৪৮) এবং জামায়াত কর্মী আজিমউদ্দিন (৪০)।

স্থানীয়রা জানান, মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর আলমদের ৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আদালতে মামলা থাকলেও সোমবার নির্ধারিত সালিশি বৈঠক বাতিল হওয়ায় ক্ষুব্ধ হয়ে মুজিবুর রহমানের ছেলেরা দোকানগুলোতে তালা দেন।

পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দেয় এবং চারজনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, দোকানে তালা দেওয়ার পাশাপাশি চাঁদা চাওয়ার অভিযোগে জাহাঙ্গীর আলম মামলা করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনাটি রাজনৈতিকভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা বলেন, এটি জমি-সংক্রান্ত বিরোধ, চাঁদাবাজি বা রাজনৈতিক দ্বন্দ্ব নয়।

জেলা আমির ডা. মীর নুরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় যদি কোনো কর্মী জড়িত থাকে, তদন্ত সাপেক্ষে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজি গ্রেপ্তার সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর