Logo

সারাদেশ

ফেনীতে পলিথিন বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:৫২

ফেনীতে পলিথিন বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর দাগনভূঞা ও ফুলগাজীতে পলিথিন বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই অভিযানে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে চারটি পরিবহনকে অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) পরিবেশ অধিদপ্তরের সহায়তায় দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স. ম. আজহারুল ইসলাম পৌর শহরের মেসার্স ওমান স্টোর ও আবুল বশরের দোকানে অভিযান চালিয়ে ১০ কেজি পলিথিন জব্দ ও দুই হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে, ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আখতার মেসার্স রুহুল আমিন স্টোর, আরাফাত স্টোর ও ভাই ভাই স্টোরে অভিযান চালিয়ে ১২ কেজি পলিথিন জব্দ করেন এবং ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

পাশাপাশি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় চারটি যানবাহনকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জাহানারা ইয়াসমিন ও পরিদর্শক শাওন শওকত উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর