Logo

সারাদেশ

খাগড়াছড়িতে মশাবাহিত রোগ প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কার্যক্রম

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:৫৪

খাগড়াছড়িতে মশাবাহিত রোগ প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কার্যক্রম

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি। সোমবার সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই কার্যক্রম চালানো হয়।

‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য’ প্রকল্পের আওতায় মাইকিং, ক্লিনিং ক্যাম্পেইন এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়। আরামবাগ, শান্তিনগর, গঞ্জপাড়া, মহাজনপাড়া ও বাজার এলাকাজুড়ে চলে এই অভিযান।

ব্র্যাকের কর্মী, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করেন। তারা জমে থাকা পানি, ডাবের খোল, টায়ার, ফুলের টব, বদ্ধ নালাসহ অন্যান্য প্রজননস্থল পরিষ্কার করেন।

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক প্রসেনজিৎ দাস বলেন, ‘‘জেলায় ম্যালেরিয়ার প্রকোপ বাড়ায় আমরা যৌথভাবে সচেতনতামূলক এই কার্যক্রম শুরু করেছি, যা চলমান থাকবে।’’

কর্মসূচিতে প্রকল্প কর্মকর্তা নাজমুল হোসেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ইনচার্জ মাসুদ রানা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর