বাউফলে বাল্কহেডের ধাক্কায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২১:১৪
-6888e560ab202.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফলে অতিজোয়ারের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা দেয়া একটি বাল্কহেডের আঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মিয়ার খালে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব হোসেন (২৩) উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামের কবির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালু ফেলে ফেরার পথে অতিজোয়ারের স্রোতে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঝুলন্ত ভিমে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সাকিবের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
বাল্কহেডটির মালিক মিজানুর রহমান। নিহত শ্রমিকদের মধ্যে জাহিদুল গাজী নামে আরেকজন উপস্থিত ছিলেন।
বাউফল থানার ওসি (তদন্ত) আকিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরিফুল ইসলাম সাগর/এআরএস