জুলাইয়ের পর নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে : রেজাউল করীম

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২১:২১
-6888e712b2263.jpg)
ছবি : বাংলাদেশের খবর
প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার এবং গণহত্যার বিচারের পরই দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে দলের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে, তারা আবার ক্ষমতায় এলে নতুন করে লুটপাট শুরু হবে। জুলাই আন্দোলনের পর আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তা নতুন সম্ভাবনা তৈরি করেছে।’
তিনি আরও বলেন, ‘ইসলামের শাসনতন্ত্র কখনও চাঁদাবাজ, জুলুমবাজ বা সন্ত্রাসীদের সমর্থন করে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম, জেলা জামায়াত ও এনসিপির নেতারা।
বিকেল তিনটার পর থেকেই ছয়টি উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আসরের নামাজের পর পায়রা চত্বর কানায় কানায় ভরে যায়।
এআরএস