Logo

সারাদেশ

টেকনাফে শীর্ষ রোহিঙ্গা ডাকাত মো. শফি গ্রেপ্তার, অস্ত্র-গ্রেনেড জব্দ

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২১:৩২

টেকনাফে শীর্ষ রোহিঙ্গা ডাকাত মো. শফি গ্রেপ্তার, অস্ত্র-গ্রেনেড জব্দ

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও রোহিঙ্গা ডাকাত মো. শফি (২৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অভিযানে ১টি ওয়ান শুটারগান, ২টি একনলা বন্দুক, ১টি এলজি, ১০টি অ্যান্টি-পারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০ রাইফেলের গুলি, ৫৩ খালি কার্তুজ, ৬ খালি শটগানের কার্তুজ, ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৩টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার শফির বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে, যার মধ্যে ২টি হত্যা ও ২টি ডাকাতির প্রস্তুতি মামলাও রয়েছে। সে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় ডাকাত দলের নেতৃত্ব দিচ্ছিল। অভিযান চলাকালে শফির সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

আটক শফিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। টেকনাফ প্রেসক্লাবের সদস্য জিয়াবুল হক বলেন, শফির গ্রেপ্তারের পর টেকনাফবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তিনি র‌্যাবকে ধন্যবাদ জানান।

ইব্রাহীম মাহমুদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর