সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা : ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:৪৫

সিলেটের বিশ্বনাথে ২০২১ সালে স্কুলছাত্র সুমেল (১৮) হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩য়) আদালতে রায়টি ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট কামাল হোসেন।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এসময় তাকে বাধা দেন ভুক্তভোগী নজির উদ্দিন, তার চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা (১০ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্র) সুমেল মিয়া। এতে বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে সুমেল মিয়া নিহত হন। এ ছাড়া তার বাবা ও চাচাসহ আরও ৪ জন আহত হন।
ঘটনার পর ৩ এপ্রিল ২৭ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচা ইব্রাহীম আলী সিজিল (মামলা নং ৪)। মামলায় সাইফুল আলমকে প্রধান আসামি করে অজ্ঞাত রাখা হয় আরও ১৬ জনের নাম।
পরে তৎকালীন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী দীর্ঘ তদন্ত শেষে ৩২ জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর এ মামলার চার্জশিট আদালতে দাখিল করেন। মামলায় মোট ২৩ জন সাক্ষ্য প্রদান করেন। মামলার বাদী সিজিল মিয়া আদালতের এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
- রেজাউল হক ডালিম/এটিএমআই