Logo

সারাদেশ

জামালপুরে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৫:২৪

জামালপুরে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

জামালপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের হাট চন্দ্রা পলাশ তলা ও কাজির আখ এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানব বন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে হাট চন্দ্রা পলাশ তলা ও কাজির আখ এলাকার ভুক্তভোগীদের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল হয়।

ঘণ্টাব্যাপী এ মানব বন্ধনে বক্তব্য রাখেন মো. হারেজ আলী, জয়বানু, শহিদুল্লাহ আব্দুর রহিম এবং মহসিন আলীসহ আরো অনেকে।

এ সময় বক্তারা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জামালপুর পৌরসভার হাটচন্দ্রা কাজির আখ ও পলাশ তলা এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে পৌর নাগরিকদের দুর্ভোগ এখন চরমে। অনতিবিলম্বে পানি নিষ্কাশনের জোর দাবী জানান বক্তারা।

মেহেদী হাসান/এএ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর