Logo

সারাদেশ

এনসিপির নাসীরুদ্দিন পাটওয়ারীকে আইনি নোটিশ

Icon

হাওরাঞ্চল (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৬:৫৮

এনসিপির নাসীরুদ্দিন পাটওয়ারীকে আইনি নোটিশ

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী আল-মামুন তালুকদার। রবিবার (২৭ জুলাই) এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নেত্রকোনায় জুলাই পদযাত্রা সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্রের চালান নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর মন্তব্যের প্রতিবাদের এ আইনি নোটিশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী আল-মামুন তালুকদার। তিনি জানান, লুৎফুজ্জামান বাবর হাওরপাড়ের গণমানুষের প্রাণের স্পন্দন। আমার পৈতৃক বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। তিনি আমার প্রতিবেশীও বটে। আদালতের রায়ে মীমাংসিত বিষয়ে বক্তব্য দেওয়ায় আমার এই সতর্কীকরণ চিঠি। পরবর্তীতে আদালতে যাব।

নিজাম তালুকদার/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর