Logo

সারাদেশ

বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৯:১৭

বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দোকান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ড ঘটে। 

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর হোসেন (৫৮)। তিনি ওই এলাকার মৃত তালেব আলীর ছেলে। স্থানীয় একটি বাজারে তিনি একটি মুদির দোকান চালাতেন এবং আরও তিনটি দোকানের মালিক ছিলেন, যার মধ্যে তিনটি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল।

নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল বলেন, ভাড়া দেওয়া দোকানগুলোর মধ্যে একটি দোকানে দীর্ঘদিন ধরে কোনো ভাড়া পরিশোধ করা হচ্ছিল না। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুর রহমান সুমনের অনুসারী এবং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সেই দোকানটিকে ‘বিএনপির কার্যালয়’ হিসেবে ব্যবহার করছিলেন।

বুধবার সকালে জাহাঙ্গীর হোসেন বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে দোকানে গেলে তোতা মেম্বারের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তোতা তাকে চড় মারেন। পরে তোতা মেম্বারের ছেলে খোকন, রাসেল, ভাতিজা সাদ্দাম ও আলমসহ আরও কয়েকজন মিলে জাহাঙ্গীর হোসেনকে দোকানের ভেতরে এলোপাতাড়ি মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

ঘটনার পর থেকে অভিযুক্ত তোতা মেম্বার ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়েছেন। 

  • ইমতিয়াজ আহমেদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর