Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৯:২৫

ঠাকুরগাঁওয়ে দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। 

বুধবার (৩০ জুলাই) বিকেলে বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি বের হয়। পরে উপজেলার প্রধান সড়ক গুলো ঘুরে একই স্থানে এসে সমবেত হন নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন, কেন্দ্র কমিটিকে ভুল বুঝিয়ে উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি অ্যাড. সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক ড. টি. এম মাহবুবর রহমানকে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। এটি দ্রুত প্রত্যাহারের দাবি করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শুধু তাই নয় এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তিন দিন ব্যাপি কর্মসূচী দিয়েছেন নেতাকর্মীরা। 

তারা জানান, দ্রুত এ বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রয়োজনে ঢাকামুখী হবেন। 

উল্লেখ্য, ২৯ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে লেখা হয় গত ১২ জুলাই ২০২৫ তারিখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা সংঘটিত হয়। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মো. সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি. এম মাহবুবুর রহমান এ ধরণের হিংসাত্মক ও অশোভন আচরণের সঙ্গে জড়িত থাকায় তাদেরকে বিএনপি'র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আবু সালেহ/এএ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর