Logo

সারাদেশ

রাষ্ট্রকাঠামোর ৩১ দফা বাস্তবায়নে আনিসুল হকের জনসভা

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ২১:৪৮

রাষ্ট্রকাঠামোর ৩১ দফা বাস্তবায়নে আনিসুল হকের জনসভা

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুল হকের সমর্থনে সুনামগঞ্জের ধর্মপাশায় এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার মধ্যবাজার এলাকায় ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে এ জনসভা ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক। 

বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি, কৃষকদলসহ দেশপ্রেমিক জনতা মিলে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছে। এখন দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’

ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. রহমত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম (বি.এস.সি) এবং তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া।

জনসভায় ধর্মপাশা উপজেলার প্রতিটি ওয়ার্ডের বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবী দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

বক্তারা রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

  • মো. আব্দুল হালিম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর