Logo

সারাদেশ

বরিশালে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৮:৪৬

বরিশালে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বরিশালের উজিরপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. আলামিন হোসেন মিঠু চাকলাদার (৩০) ওই গ্রামের মোয়াজ্জেম হোসেন চাকলাদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মিঠু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝে মাঝে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যেতেন। তিনি তার মা, দাদি ও স্ত্রীকে নিয়ে একসাথে বসবাস করতেন।

বুধবার দুপুরে তার স্ত্রী ঘরের গৃহস্থালি কাজ শেষ করে হঠাৎ স্বামীর রুমে গিয়ে দেখেন, তিনি ফ্যানের সঙ্গে গামছা প্যাঁচিয়ে ঝুলে আছেন। তিনি চিৎকার শুরু করলে শাশুড়ি, দাদি ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে মা ও স্ত্রী স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আত্মহত্যার ঘটনাটি আমি শুনেছি। তবে মৃতদেহ বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় ওই থানার পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করেছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর