
চাঁদপুরের কচুয়া উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) বিকেলে ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মনির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে কচুয়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শিগগিরই তাকে আদালতে সোপর্দ করা হবে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।
এমবি