Logo

সারাদেশ

বগুড়ায় যুবদল নেতার ওপর দুর্বৃত্তদের হামলা

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১১:৪৯

বগুড়ায় যুবদল নেতার ওপর দুর্বৃত্তদের হামলা

বগুড়ায় যুবদল নেতার ওপর দুর্বৃত্তদের হামলা। ছবি : বাংলাদেশের খবর

বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।

বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টায় সদর উপজেলার সাবগ্রাম হাট যুবদল অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাবগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শিমুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে অতুলকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি মোটামুটি সুস্থ রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অতুল চন্দ্র দাস বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বুধবার রাতে তিনি শহরের দলীয় কার্যালয় থেকে বের হয়ে সাবগ্রাম হাটে পরিচিত একটি দোকানে ওষুধ কিনতে গেলে ১০ থেকে ১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত অতুল চন্দ্র দাসের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

অতুল চন্দ্রের ভাই মিঠু জানান, আমি সাবগ্রাম হাট মসজিদ গ্যারেজে অবস্থান করছিলাম। এ সময় কিছু গুলির শব্দ শুনতে পাই। তখন যুবদলের ইউনিয়ন অফিসের দিকে এগিয়ে যাই। দাদার চিৎকার শুনে আমিসহ আশপাশের লোকজন ছুটে আসি। আমরা কাছে যেতেই দেখি দুর্বৃত্তরা তার শরীর ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত করে পালিয়ে যায়। তখন দাদাকে মাটিতে পড়ে থাকতে দেখি। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। দুর্বৃত্তরা মুখোশ পরে থাকায় কাউকে চিনতে পারিনি। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, গত রাত থেকেই পুলিশ মাঠে কাজ করছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুয়েল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর