Logo

সারাদেশ

সামনে নতুন সংকট ‘ভুয়া সমন্বয়ক’ : দুদক চেয়ারম্যান

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৭:৩৩

সামনে নতুন সংকট ‘ভুয়া সমন্বয়ক’ : দুদক চেয়ারম্যান

ছবি : বাংলাদেশের খবর

ভবিষ্যতে দুর্নীতির নতুন সংকট হিসেবে ‘ভুয়া সমন্বয়ক’-এর উত্থানের বিষয়ে সতর্ক করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি বলেছেন, ‘যেভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর হঠাৎ ‘সিক্সটিন ডিভিশন’ নামের একটি বাহিনী আবির্ভূত হয়েছিল, এখনো তেমন একটি নতুন সংকট মাথাচাড়া দিয়ে উঠছে—ভুয়া সমন্বয়ক। এখনই প্রতিরোধ না করলে এটি ভবিষ্যতের বড় সমস্যা হয়ে দাঁড়াবে।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিক সেবা এবং সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি আমার অফিসে ভুয়া সমন্বয়ক পেয়েছিলাম। ভুয়া ও প্রকৃত সমন্বয়কদের অবৈধভাবে সুযোগ দেওয়ার কোনও কারণ নেই। এর বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে আগামীদিনে অনেক সংকট থেকে মুক্তি মিলবে।’

তিনি আরও বলেন, ‘একটি দল ক্ষমতায় আসবে সেদিকে ঝুঁকে পড়বেন—এ ঝুঁকে পড়াটা ভালো হবে না। আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষ সেবা প্রদান করা। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচন। আমরা ভালো নির্বাচন উপহার দিতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস নির্বাচন তদারকি করবেন। এ কাজগুলো আমাদের সকলকে করতে হবে।’

দুদকের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘দুদকের বেশি কাজ হওয়া উচিত, ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। আগে যে দুর্নীতি হয়েছে, সেখানে কম সময় দেওয়া উচিত। কিন্তু আগে কী দুর্নীতি হয়েছে তা নিয়ে আমরা শতভাগ সময় কাটিয়ে দিচ্ছি। আমাদের কাজে অনেক ভুল আছে, সেই ভুল থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

দুর্নীতি নির্মূলে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘যেটুকু সময় চেয়ারে আছেন, ওই সময়টুকু ভালো কাজ করার আহ্বান জানাই। সন্তানের কাছে ঘুষখোর বাবা-মা হিসেবে চিহ্নিত হবেন না। এখন নারী কর্মকর্তারাও ঘুষ খান।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের (প্রতিরোধ) মহাপরিচালক মো. আক্তার হোসেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল বিভাগীয় দুদকের পরিচালক মোজাহার আলী সরদার এবং জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।

এর আগে সকালে ড. মোমেন নগরীর সি অ্যান্ড বি রোডে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ছয়তলা বিশিষ্ট বরিশাল দুদক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সভায় বরিশাল বিভাগের সব সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর