-688b5a8970ab2.jpg)
শিরিন আক্তার। ছবি : সংগৃহীত
ফেনীর পরশুরাম উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নিয়েছেন শিরিন আক্তার। তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিরিন আক্তার ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
তিনি ইউএনও আরিফুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। আরিফুর রহমান গত বছরের ২৪ অক্টোবর পরশুরামে ইউএনও হিসেবে যোগ দেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়ান। তিনি বদলি হয়ে বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগ দিয়েছেন।
এম. এমরান পাটোয়ারী/এআরএস