Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৮:০৪

খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় খাগড়াছড়ি আইনজীবী সমিতি থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাসিনা সরকারের আমলে আইনজীবী, দলীয় ও ছাত্র জনতার ওপর নানা ধরনের মব জাস্টিস চালিয়ে নির্যাতন করা হয়েছে। ২০২৪ সালের ৩১ জুলাইয়ের হত্যা, মামলা, হামলা, গুম ও কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

বক্তারা বলেন, ন্যায়বিচারের জন্য জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে যাতে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে না পারে। কারণ ন্যায়বিচার ছাড়া কোনো রাষ্ট্র টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না।

অ্যাডভোকেট রিপল চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক এম এন আফছার। উপস্থিত ছিলেন জেলা বার এসোসিয়েশনের সভাপতি এড. আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর, জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেদারুল ইসলামসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া পরিষদ, পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর