রাজাপুরে আয়রন ব্রিজে ‘মৃত্যুফাঁদ’, আতঙ্কে শতাধিক পরিবার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৮:১২
-688b5dab14d8e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া বালিকা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভূত মারা খালের ওপর আয়রন ব্রিজটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
দীর্ঘদিন মেরামতের অভাবে সেতুটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয়দের চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।
স্থানীয় বাসিন্দা আলমীগর শরীফ, সালমা, বাদশা ও হানিফ জানান, ব্রিজটির বীম ও পাটা নড়বড়ে হয়ে গেছে, রেলিং ভেঙে পড়েছে এবং নিচের কাঠামো ধসে পড়ার মতো অবস্থায় রয়েছে। প্রতিদিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন বলেন, ‘আমার বাড়িও এই সেতুর অপর পাশে। প্রতিদিন শিক্ষার্থীরা ভয়ে ভয়ে এই সেতু পার হয়। সেতুটি যদি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তবে খালের ওপারে থাকা প্রায় ৪০-৪৫টি পরিবারের শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে।’
এলাকাবাসী জানান, ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তরে বহুবার জানানো হলেও আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বর্ষায় পারাপারে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
শিক্ষার্থী সজীব, আলাউদ্দিন ও আতিক বলেন, ‘এটি শুধু একটি ব্রিজ নয়, বরং পুরো একটি এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনরেখা। ব্রিজটি দোলে, মনে হয় ভেঙে পড়বে।’
বিষয়টি নিয়ে রাজাপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মন্ডল বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বরাদ্দ পেলে নতুন সেতু নির্মাণ করলে দুর্ভোগ লাগব হবে।’
আ. রহিম রেজা/এআরএস