বরিশালে স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৮:১৬
-688b5e97b5518.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন ও স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি হয়।
বক্তারা বলেন, ‘শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা চরমে। রোগীরা জাঁতাকলে পিষ্ট হয়ে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে। নাগরিকরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যদিও এটা শুধু বরিশালের চিত্র নয়, সারাদেশে সকল সরকারি হাসপাতালের চিত্র একই।’
তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহের মাধ্যমে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করা।
২. স্বাস্থ্য মন্ত্রণালয়সহ হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তি ও ডাক্তার রাজনীতি নিষিদ্ধ করা, এবং স্বচ্ছ ও জবাবদিহিতামূলক টাস্কফোর্স গঠন।
৩. স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির ভিত্তিতে তদন্ত করে সুপারিশ ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ।
এআরএস