Logo

সারাদেশ

ভোলায় আলোচনা সভায় উদ্বেগ

দেশে প্রতি বছর পানিতে ডুবে সাড়ে ১৪ হাজার শিশুর মৃত্যু

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৮:২৭

দেশে প্রতি বছর পানিতে ডুবে সাড়ে ১৪ হাজার শিশুর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

সিআইপিআরবি’র গবেষণা বলা হয়েছে, দেশে প্রতি বছর গড়ে ১৪ হাজার ৫০০ শিশু পানিতে ডুবে মারা যায়। ইউনিসেফের হিসেবেও এই সংখ্যা বছরে প্রায় ১৪ হাজার। পানিতে ডুবে শিশু মৃত্যুর এই ভয়াবহতা প্রতিরোধে সচেতনতা ও সাঁতার শিক্ষা বাড়ানোর আহ্বান জানিয়ে ভোলায় পালিত হয়েছে ‘বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস ২০২৫’।

‘সতর্কতা ও শিক্ষা বাঁচাতে পারে প্রাণ—Your Story Can Save a Life’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়।

পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ভোলার যৌথ আয়োজনে এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন, আইসিবিসি প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক এটিএম আজিমুজ্জামান ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর হারুন উর রশীদ।

বক্তারা বলেন, শিশুমৃত্যু রোধে সমাজভিত্তিক শিশুযত্ন কেন্দ্র ও সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে হবে। প্রকল্প অনুযায়ী, ভোলা সদর, লালমোহন ও মনপুরা উপজেলায় ৫০টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র চালু করে ২০ হাজার ২৬২ শিশুকে সাঁতার শেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত একহাজার শিশুকে জীবন রক্ষাকারী সাঁতার শিক্ষা দেওয়া হয়েছে।

পাশাপাশি ৫০০টি সমাজভিত্তিক শিশুযত্ন কেন্দ্রে ১২ হাজার ৫০০ শিশু নিবন্ধিত রয়েছে। যেখানে খেলাধুলা, ছড়া, গান ও গল্পের মাধ্যমে তাদের মানসিক বিকাশে সহায়তা করা হচ্ছে। প্রতি মাসে এসব কেন্দ্রে অভিভাবক সভা ও ক্লাস্টার সভারও আয়োজন করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে জাতীয়ভাবে সমন্বিত পদক্ষেপ গ্রহণ ও স্থানীয় উদ্যোগের বিস্তার সময়ের দাবি।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর