Logo

সারাদেশ

বিএনপি-ছাত্রদল নেতার বিরোধে উত্তপ্ত পশ্চিম ইলিশা

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৮:৪৭

বিএনপি-ছাত্রদল নেতার বিরোধে উত্তপ্ত পশ্চিম ইলিশা

ছবি : বাংলাদেশের খবর

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য মাহমুদুল হাসান রিপন একই ইউনিয়ন ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় বাঁধের পাড় বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে রিপন জানান, গত রোববার বিকেলে হাবিব ও তার কর্মীরা তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি ও তার এক সহকর্মী আহত হন। তিনি বিষয়টি স্থানীয় রাজনৈতিক নেতাদের জানান এবং তাঁরা মীমাংসার আশ্বাস দেন।

কিন্তু রিপনের অভিযোগ, হাবিব সে আশ্বাস তোয়াক্কা না করে হাসপাতালে ভর্তি হন এবং পুলিশকে দিয়ে রিপনকে আটক করান। তিনি জানান, সাত ঘণ্টা থানায় আটক থাকার পর ছাড়া পান।

রিপনের দাবি, ঘটনার আগের দিন হাবিবের ছোট ভাই শামীম হাওলাদার সড়ক দুর্ঘটনায় আহত হন এবং মাথায় সেলাই লাগে। পরে তাকে ভিকটিম বানিয়ে মিথ্যা অভিযোগে রিপনকে হয়রানি করা হয়। তিনি হাবিবের বিরুদ্ধে জমি দখলের অভিযোগও তোলেন।

অন্যদিকে, ছাত্রদল নেতা হাবিব বলেন, ‘রোববার রাতে রিপন তার লোকজন নিয়ে আমার দোকানে হামলা চালায়। দোকান ভাঙচুর করে লুটপাট চালায় এবং আমাকে মারধর করে। মুখ ও চোখে জখম হয়েছে।’ তিনি জানান, থানায় অভিযোগ দিলে পুলিশ রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। সাত ঘণ্টা পর তাঁকে ছাড়া হয়।

হাবিব জানান, তিনি পশ্চিম ইলিশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী। তার অভিযোগ, রিপন তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এসব অভিযোগ করছেন।

এদিকে, এ ঘটনা কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বাঁধের পাড় এলাকায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। স্থানীয়রা সিনিয়র নেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর