বান্দরবান সরকারি কলেজে জুলাই গণ-অভ্যুত্থান শহীদ দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৮:৫৫
-688b67ba8a3f1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবান সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালন করা হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান শহীদ দিবস ২০২৫’।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আবছার চৌধুরী। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সনজীব কুমার চৌধুরী, কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় শহীদদের আদর্শ, ত্যাগ ও দেশের জন্য তাদের অবদানের কথা স্মরণ করা হয়।
প্রধান অতিথি বলেন, ‘এই দিনটি আমাদের নতুন প্রজন্মকে গণতন্ত্র, মানবিকতা ও দায়িত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ করার এক অনন্য উপলক্ষ। আমরা প্রতিজ্ঞা করি—শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব।’
সোহেল কান্তি নাথ/এআরএস