Logo

সারাদেশ

মাসুম হত্যা মামলা

ফেনীতে হাসিনা-কাদের-কামালসহ ২২১ জনের বিরুদ্ধে চার্জশিট

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:০৩

ফেনীতে হাসিনা-কাদের-কামালসহ ২২১ জনের বিরুদ্ধে চার্জশিট

ছবি : সংগৃহীত

ফেনীতে কলেজছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ফেনী সদর আমলি আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।

একইদিন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, মামলায় ১৫৬ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ৬৫ জনসহ মোট ২২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ পর্যন্ত ৫১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে হওয়া ২২ মামলায় ২১৯৯ জন এজাহারনামীয় ও আরও চার হাজার অজ্ঞাতনামা আসামি রয়েছে। এর মধ্যে এক হাজারের বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১১ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

হাসান মাসুম হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ সুপার জানান, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে গুলিবিদ্ধ হন মাসুম এবং পরে ৭ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় শেখ হাসিনা ও সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীকে ‘সরাসরি নির্দেশদাতা’ হিসেবে চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর নিহতের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান বাদী হয়ে ১৬২ জনের নাম উল্লেখসহ আরও ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, এজাহারভুক্ত ১২ জন ও সন্দেহভাজন ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার বাদী মাহমুদুল হাসান বলেন, ‘আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানাই।’

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান হত্যা / খুন মামলা গ্রেপ্তার শেখ হাসিনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর