Logo

সারাদেশ

মাগুরায় শিশু আছিয়ার পরিবারকে ঘর-গাভী উপহার দিল জামায়াত

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:১৮

মাগুরায় শিশু আছিয়ার পরিবারকে ঘর-গাভী উপহার দিল জামায়াত

ছবি : বাংলাদেশের খবর

আলোচিত শিশু আছিয়া খাতুনের পরিবারকে ঘর ও দুটি গাভী উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৩০ জুলাই) বিকালে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মাগুরা জেলা জামায়াতের সাবেক আমির আলহাজ্ব আব্দুল মতিন এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের।

জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হুসাইন বলেন, ‘আছিয়ার বাবা অসুস্থ। উপার্জনক্ষম মানুষ নেই। এ অবস্থায় পরিবারটির আর্থিক সংস্থানের লক্ষ্যে দুটি বাছুরসহ দুটি গাভী দেওয়া হয়েছে। একটি পাকা গোয়ালঘরও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গরুর খাবার এবং চিকিৎসা সহায়তাও দেওয়া হয়েছে। এই দুটি গাভী থেকে যে দুধ পাওয়া যাবে তা বিক্রি করে পরিবারটি ভালোভাবে জীবন ধারণ করতে পারবে ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে পেরে আমরা সন্তুষ্ট।’

অনুষ্ঠানে বক্তব্য দেন মাগুরা-১ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল মতিন এবং মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক এমবি বাকের।
ঘর ও গাভী পেয়ে সন্তোষ প্রকাশ করেন আছিয়ার মা আয়েশা বেগম। তিনি জামায়াত নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর