রূপগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:২৬
-688b6f1feffe6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে যৌথভাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় ভুলতা গোলচত্বর থেকে গোলাকান্দাইল গোলচত্বর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। নেতৃত্বে ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম।
অভিযানে গাউছিয়া মার্কেটসংলগ্ন প্রধান সড়কের দুই পাশের শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল ও নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব দোকান ফুটপাত ও সড়কের বড় অংশ দখল করে রাখায় পথচারী ও যান চলাচলে ভোগান্তি হচ্ছিল। ঈদ ও ছুটির মৌসুমে গাউছিয়ায় ভিড় বাড়লে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠত।
অভিযানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। কেউ যদি ব্যক্তিগত ব্যবসার জন্য এটি দখল করে, তা মেনে নেওয়া যায় না। ইতোমধ্যে পাঁচবার অভিযান চালানো হয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আগামী এক মাস প্রতিদিন একজন ম্যাজিস্ট্রেট ও ৫৪ জন স্বেচ্ছাসেবী অবস্থান করবেন। কেউ অবৈধভাবে দোকান বসালে জেল-জরিমানা করা হবে।’
ওসি তরিকুল ইসলাম বলেন, ‘অভিযানের সময় অনেক দখলদারকে সতর্ক করা হয়েছে। তারা পুনরায় দখল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন, আগের মতো দখলদাররা হয়তো কিছুক্ষণ পরই আবার ফুটপাতে দোকান বসাতে পারেন। এখন দেখার বিষয়, সড়ক ও ফুটপাত কতদিন দখলমুক্ত থাকে।
এন বি আকাশ/এআরএস