Logo

সারাদেশ

শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা, সচিবকে তুলে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:৩৪

শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা, সচিবকে তুলে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় পরিষদের সচিব হাফিজুর রহমানকে জোরপূর্বক তুলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান অভিযুক্ত বিএনপি নেতা। পরে সেনাবাহিনীর একটি টিম মহিদুল ইসলামসহ ছয়জনকে আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণের জন্য মহিদুল ইসলাম তার পছন্দের তালিকা দিতে ইউনিয়ন পরিষদের সচিবকে চাপ দিচ্ছিলেন। তার তালিকা অনুযায়ী কার্ড না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি ২০–২৫ জন অনুসারী নিয়ে পরিষদে আসেন। এরপর সচিবকে টেনে হিচড়ে নিয়ে যান এবং পরিষদের প্রধান ফটকে তালা লাগিয়ে সেবাপ্রত্যাশী ও কর্মচারীদের ভেতরে আটকে রাখেন।

খবর পেয়ে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে মহিদুলসহ ছয়জনকে আটক ও সচিবকে উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ তালা ভেঙে বাকিদের মুক্ত করে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শৈলকুপা ইউএনও স্নিগ্ধা দাস বলেন, ‘তারা জোরপূর্বক সচিবকে নিয়ে এসেছে এবং ইউনিয়ন পরিষদে তালা দিয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর