Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে স্কাউট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:৪৩

ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে স্কাউট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁওয়ে জুলাই মাসের শহীদদের স্মরণে বাংলাদেশ স্কাউট জেলা শাখার আয়োজনে উপস্থিত বক্তৃতা, রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভিআইপি রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সহকারী কমিশনার মিলন ও সোহরাব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার এবং জেলা স্কাউটের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের কাব ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে দেশপ্রেম, সেবাব্রত ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা।

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর