Logo

সারাদেশ

ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কুমিল্লায় মতবিনিময় সভা

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:৫০

ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কুমিল্লায় মতবিনিময় সভা

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা ইপিজেডের বর্জ্য শোধনাগার ব্যবস্থাপনা নিয়ে জেলা কৃষক সমবায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় কুমিল্লা ইপিজেডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব।

সভায় তিনি বলেন, কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার (সিইটিপি) থেকে পরিশোধিত পানি এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার সুয়ারেজ বর্জ্য দুটি খালের মাধ্যমে সিইটিপির আউটলেট পয়েন্টে জমা হয়। সেখান থেকে ওই পানি প্রায় ১৩ কিলোমিটার দূরে ডাকাতিয়া নদীতে গিয়ে পড়ে। তবে দক্ষিণ পাশের পাঁচটি খালের নাব্যতা সংকট, অবৈধ দখল ও রক্ষণাবেক্ষণের অভাবে পানি সঠিকভাবে প্রবাহিত হতে পারছে না, ফলে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) না থাকায় বর্জ্য সরাসরি খালে পড়ছে। তবে চলমান প্রকল্পগুলো শেষ হলে আগামী তিন মাসে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, দূষণের কারণে প্রায় ৩৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। খালের পানিতে এখন মাছ তো দূরের কথা, ব্যাঙের বাচ্চাও টিকছে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী ১০ বছরে দক্ষিণ কুমিল্লা ও মনোহরগঞ্জে মানুষ বসবাস করতে পারবে না।

তিনি বলেন, আখতার হামিদ খান ১৯৬২ সালের আগে কৃষকদের জন্য যে কার্যক্রম নিয়েছিলেন, সেগুলোর অস্তিত্ব এখন নেই। বর্জ্যের কারণে এলাকা বসবাসের অযোগ্য হয়ে উঠছে।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক (প্রশাসন) ফারুক হাসান খান, জেলা কৃষক সমবায়ী ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, অ্যাডভোকেট স্বপন আহমেদ ও ইসমাইল মজুমদারসহ অন্যরা।

সভায় পানি ও পরিবেশ দূষণ সমস্যার স্থায়ী সমাধানে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর