পাবনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা ও ওষুধ জব্দ

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:৫৩
-688b757134a8d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পাবনার আটঘরিয়া উপজেলার দেবত্তর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা এবং নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পরিচালিত অভিযানে খান ফার্মেসিকে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা, আদর্শ ঔষধ বিতানকে ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, টিএফ বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
এসময় ব্যবসায়ীদের এসব অনিয়ম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। অভিযানের সময় বেকারির শ্রমিকদের অস্বাস্থ্যকর কাজের চিত্রও পরিদর্শন দল পর্যবেক্ষণ করে।
অভিযানে ক্যাব পাবনা জেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক শফিক আল কামাল ও পাবনা পুলিশ লাইনসের একটি দল সহায়তা করেন।এআরএস