বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে সর্বদলীয় কর্মসূচি ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২০:০১
-688b7731b5be7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাটে চারটি সংসদীয় আসনের একটি কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের প্রস্তাবের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয়রা।
এ প্রস্তাব বাতিলের দাবিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সর্বদলীয় রাজনৈতিক পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, জামায়াতের জেলা আমির মাওলানা রেজাউল করিম, বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, খান মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের জেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে আগামী শনিবার ও রোববার মহাসড়কে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।
বিএনপি নেতা এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ‘নির্বাচন কমিশনের এই প্রস্তাবের বিরুদ্ধে জেলায় সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে কর্মসূচি নিয়েছি।’
বিএনপি নেতা খান মনিরুল ইসলাম বলেন, ‘এই প্রস্তাব ভৌগোলিকভাবে অমূলক ও জনসংখ্যার বিচারে অযৌক্তিক। আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি।’
জামায়াত নেতা রেজাউল করিম বলেন, ‘বাগেরহাটের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। চারটি আসন রক্ষায় একসঙ্গে কাজ করব।’
সাবেক সভাপতি এমএ সালাম বলেন, ‘প্রস্তাব বাতিল না হলে বাগেরহাটকে অচল করে দেওয়া হবে।’
কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, ‘১৯৭০ সাল থেকে বাগেরহাটে চারটি আসনেই নির্বাচন হয়ে আসছে। এবারও তা বহাল রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’
ব্যারিস্টার জাকির হোসেন বলেন, ‘আন্দোলনে সফল না হলে আমরা আদালতের শরনাপন্ন হব।’
এর আগে বুধবার নির্বাচন কমিশনের প্রাথমিক প্রস্তাব প্রকাশের পর থেকেই জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শেখ আবু তালেব/এআরএস