Logo

সারাদেশ

গাজীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২০:১০

গাজীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে মানববন্ধন করেছেন কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলার চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন উপজেলার ১৬০টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় অর্ধলক্ষাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাতেখড়ি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শহীদুল্লাহ মিঠু, সোনাবান প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক তমিজুল ইসলামসহ অন্যান্য শিক্ষকরা।

তারা বলেন, ‘জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। শিক্ষা যেহেতু মৌলিক অধিকার, তাই বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। বৃত্তি শুধু আর্থিক অনুদান নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষার অনুপ্রেরণা।’

বক্তারা আরও বলেন, ‘১৬ লাখ শিক্ষার্থীর মধ্যে মাত্র তিন লাখকে বৃত্তি দেওয়া হলে হীনমন্যতায় ভুগবে বাকি শিক্ষার্থীরা, বিশেষত কিন্ডারগার্টেনপড়ুয়া শিশুরা।’

তারা অবিলম্বে ১৭ জুলাইয়ের পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র জারির মাধ্যমে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

কাজী মো. আব্দুল মান্নান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর