Logo

সারাদেশ

ধর্মপাশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Icon

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২০:১৩

ধর্মপাশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের ধর্মপাশায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ধর্মপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।

স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্য দেন ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাউশির সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান ও উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইকবাল হোসেন মন্টু, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রঞ্জন তালুকদার, শিক্ষক মো. শাহীন মিয়া, প্রথম আলো প্রতিনিধি সালেহ আহমদ, সমকাল প্রতিনিধি এনামুল হক, অভিভাবক সাহেরা আনার, শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও সেবক সরকার।

অনুষ্ঠান শেষে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর