Logo

সারাদেশ

রাজাপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২০:৩০

রাজাপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ছবি : বাংলাদেশের খবর

ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামে কুয়েত প্রবাসী আবুল হাওলাদারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।বুধবার রাতের কোনো এক সময়ে চোরের দল টিনসেট ঘরের পাশের ইটের দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের আংটি, একটি নাকফুল এবং ১ ভরি রুপার গহনা সহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

বাড়ির সদস্যরা বৃহস্পতিবার সকালে ঘরের দরজা খোলা দেখে বিষয়টি জানেন। পরে ঘরে প্রবেশ করে এলোমেলো রাখা জিনিসপত্র দেখতে পান। রাজাপুর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরদের শনাক্তে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। দ্রুত গ্রেপ্তারের জন্য কাজ চলছে।

স্থানীয়রা বলেন, সম্প্রতি এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। তারা দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর