Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২০:৩৩

আলফাডাঙ্গায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

ছবি : বাংলাদেশের খবর

কোনো ধরনের তদবির বা ঘুষ-বাণিজ্য ছাড়াই উন্মুক্ত লটারির মাধ্যমে ফরিদপুরের আলফাডাঙ্গায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ দেয়া হয়েছে। এই উদ্যোগে গ্রামীণ প্রশাসনে স্বচ্ছতার নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। এতে উপজেলার ছয়টি ইউনিয়নের ১২টি বিক্রয়কেন্দ্রের জন্য ২৩ জন আবেদনকারীর মধ্যে ১১ জন ডিলার চূড়ান্ত করা হয়।

উপজেলা ভারপ্রাপ্ত এলএসডি কর্মকর্তা সানাউল্লাহ সানি জানান, ‘প্রতিটি আবেদন যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়েছে, যেখানে কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব পড়েনি।’

ইউএনও রাসেল ইকবাল বলেন, ‘ডিলার নিয়োগে নানা অভিযোগ থাকায় শতভাগ স্বচ্ছতার জন্য উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। নির্বাচিত ডিলাররা সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সুবিধা সততা ও নিষ্ঠার সঙ্গে পৌঁছে দেবেন।’

ডিলারশিপ প্রত্যাশীরা বলছেন, আগে তদবির ও লেনদেন থাকলেও এবার কোনো বিতর্ক ছাড়াই স্বচ্ছভাবে নিয়োগ দেয়া হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর