-688b81fc2c76b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে অবসরে যাওয়া এক শিক্ষক ও এক অফিস সহায়ককে বিদায় জানিয়েছেন সহকর্মীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানানো হয়।
এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. দেদারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ অন্যরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন বিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন আজিবর রহমান ও মশিয়ার রহমান। সম্প্রতি তারা অবসরে যান। বিদায় স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাদের সম্মান জানানো হয়।
বিদায়ী শিক্ষক আজিবর রহমান বলেন, “দীর্ঘ ২১ বছর এই বিদ্যালয়ে চাকরি করেছি। চলার পথে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা করবেন।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে বলেন এবং এমন সংবর্ধনার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ‘চাকরি জীবনের অবসান সবাইকেই নিতে হয়। আজ ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে আমরা বিদায় জানাচ্ছি। এ দিনটি স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে তাদের বিদায় জানানো হয়েছে।’
এম বুরহান উদ্দীন/এআরএস