Logo

সারাদেশ

গাজীপুরে নৌকা ডুবে ২ বন্ধুর মৃত্যু

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৪:৪২

গাজীপুরে নৌকা ডুবে ২ বন্ধুর মৃত্যু

ছবি : সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে পাঁচুয়া গ্রামের ওই বিলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

নিহতরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের নুর আলমের ছেলে মাহিন (১৬) ও তার বন্ধু বায়েজিদ (৩৫)।

প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে বিল এলাকায় যান। সেখানে তারা একটি ডিঙি নৌকা ভাড়া করে পানিতে নামেন। একপর্যায়ে হঠাৎ নৌকাটি কাত হয়ে গেলে দুইজন পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা অনেক চেষ্টা করে তাদের উদ্ধার করে। পরে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহিনের বড় ভাই মামুন জানান, ‘আমি খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ভাই আর নেই। তার সঙ্গে থাকা আরো এক জন মারা গেছেন।’

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া বলেন, ‘নিহত একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, ‘আমি মাহিন নামের একজনের লাশ উদ্ধার করেছি।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই জনের মৃত্যু হয়েছে। লাশগুলো হাসপাতালে রয়েছে। লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ছাবেল আলী বলেন, ‘আমি ঘটনাস্থল থেকে বায়েজিদ নামে একজনের লাশ উদ্ধার করেছি।’

আতাউর রহমান সোহেল/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর