আলফাডাঙ্গায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মাসুদ, সম্পাদক মেহেদী

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৪:৫১
-688c80111249b.jpg)
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান মাসুদকে সভাপতি এবং পানাইল ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন।
কমিটি গঠনের পর প্রতিক্রিয়া জানিয়ে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মাসুদ বলেন, ‘আলফাডাঙ্গা উপজেলার শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের অধিকার নিশ্চিত করতে এ কমিটি সক্রিয়ভাবে কাজ করবে। আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ ও কার্যকরী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, ‘সবার সহযোগিতা পেলে উপজেলার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারব বলে আমি বিশ্বাস করি।’
স্থানীয় শিক্ষক সমাজ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে এবং শিক্ষার মানোন্নয়নে সংগঠনের কার্যকর ভূমিকার প্রত্যাশা জানিয়েছে।
এমএইচএস