Logo

সারাদেশ

কুয়াকাটা সৈকতে ২ মরদেহ উদ্ধার

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৪:৫৩

কুয়াকাটা সৈকতে ২ মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কুয়াকাটা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে নজরুল ইসলাম (৬০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা সৈকতের মীরাবাড়ি পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

একই সময় গঙ্গামতি পয়েন্ট এলাকা থেকে আরও একটি অজ্ঞাতনামা (বয়স আনুমানিক ৪০ বছর) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা সৈকতের দুইটি ভিন্ন পয়েন্ট থেকে মরদেহ দুটি উদ্ধার করেছি। মীরাবাড়ি পয়েন্টে যে মরদেহটি পাওয়া গেছে, তার পরনে ছিল কালো রঙের রেইনকোট। পরিচয় শনাক্ত করে মরদেহটি নজরুল ইসলামের বলে নিশ্চিত করেছেন তার ছেলে।

অপরদিকে গঙ্গামতিতে পাওয়া মরদেহটির এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুটি মরদেহ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান বিকাশ মণ্ডল।

উল্লেখ্য, গত ২৫ জুলাই গভীর সমুদ্রে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ১৫ জন জেলে নিয়ে ডুবে যায়। দুর্ঘটনাস্থল ছিল কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরের শেষ বয়ার কাছে। ৪ দিন পর ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আরও ৫ জন।

জাকারিয়া জাহিদ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার কুয়াকাটা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর