Logo

সারাদেশ

ঝালকাঠিতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রতিবাদে ঝাড়ু মিছিল

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৬:২৫

ঝালকাঠিতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রতিবাদে ঝাড়ু মিছিল

ঝালকাঠিতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রতিবাদে ঝাড়ু মিছিল। ছবি : বাংলাদেশের খবর

ঝালকাঠির রাজাপুরে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শাহাদাৎ হোসেনের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় রাজাপুর-উত্তমপুর সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মারিয়া, মিতু, আউয়াল, শামসুনাহার, খালেদা ও আমির তালুকদারসহ অনেকে। মানববন্ধন শেষে তারা অভিযুক্ত শিক্ষকের প্রতীকী প্রতিরূপে ঝাড়ু মিছিল বের করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই আদর্শগ্রাম নূরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার শিক্ষক শাহাদাৎ বিভিন্ন শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি করে আসছেন। গত মঙ্গলবার বিকেলে মাদরাসায় কোচিংয়ে পড়তে গেলে শিক্ষক শাহাদাৎ এক শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন চালান।

এ ঘটনায় শিশুটির পরিবার বুধবার রাজাপুর থানায় একটি মামলা করলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার না করে গড়িমসি করেছে। তাই দ্রুত আসামিকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান বক্তারা।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর