Logo

সারাদেশ

বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির প্রতিবাদ যুবদল নেতা জুবায়েরের

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৮:৪৩

বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির প্রতিবাদ যুবদল নেতা জুবায়েরের

ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জমি দখল ও মাদক সিন্ডিকেটসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলা যুবদল নেতা মো. জুবায়ের হোসেন বাপ্পি। 

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে জুবায়ের লিখিত বক্তব্যে বলেন, ‘ঈশ্বরদীতে বিএনপির নাম ভাঙিয়ে এক শ্রেণির বহিষ্কৃত নেতা চাঁদাবাজি, জমি দখল এবং মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও আতঙ্কে দিন কাটাচ্ছে।’

এতে তিনি অভিযোগ করেন, ‘ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, তার ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুদ্দিন আহমেদ মালিথা—এই তিনজন মিলে ঈশ্বরদীতে ত্রাসের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালাচ্ছেন।’

জুবায়ের দাবি করেন, ‘দল থেকে বহিষ্কৃত হলেও তারা এখনো বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবার এবং সরকারি খাস জমি দখলের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এমনকি ইজারা নিয়ন্ত্রণ করে পৌর এলাকার বিভিন্ন জায়গা থেকে সরকার নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত চাঁদা আদায় করছে।’

তিনি জানান, এই চক্রের কারণে অনেক নিরীহ গ্রামবাসী বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। জাকারিয়া পিন্টু ও মেহেদী হাসানের বিরুদ্ধে ৬৭টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, অপহরণ, ধর্ষণ, বিস্ফোরক, অস্ত্র ও চাঁদাবাজির মামলা। “নিজ ভাই হত্যাসহ বিএনপি নেতাকর্মী হত্যার অভিযোগেও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে,” বলে জানান জুবায়ের।

জুবায়ের হোসেন দাবি করেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গত ১৯ জুলাই ভোরে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায় এবং তাকে হত্যার হুমকি দেয়। প্রাণনাশের আশঙ্কায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান প্রশাসনের কাছে।

সংবাদ সম্মেলনে ঈশ্বরদী উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, ভারপ্রাপ্ত সেক্রেটারি নাজমুল হোসেন মুকুল, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, তাতী দলের সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ পলাশ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম লাকি, ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নাসির হোসেন এবং যুবদল কর্মী রেশিম এবং রতন হোসেনসহ আরও অনেকে।

নেতাকর্মীরা জানান, দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি চাঁদাবাজি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর