Logo

সারাদেশ

বগুড়ায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ২০:১৩

বগুড়ায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বগুড়ায় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে শহরের সাবগ্রাম স্ট্যান্ডে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বায়েজিদ মন্ডল।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া।

এ সময় আরও বক্তব্য দেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দীন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, জেলা যুবদলের প্রচার সম্পাদক এসএম রিপন, জেলা ছাত্রদলের সহসভাপতি আরিফুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অতুল চন্দ্র দাসের ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এলাকার পরিচিত কিছু সন্ত্রাসী বিনা উসকানিতে তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। তার ওপর এমন হামলা এলাকাবাসী কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

জুয়েল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর