Logo

সারাদেশ

প্রেমিকার বিয়ের দিনে প্রেমিকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৮:০৮

প্রেমিকার বিয়ের দিনে প্রেমিকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় প্রেমিকার বিয়ের দিন প্রেমিক সৈয়দ মাসুম বিল্লাহর (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরে আঘাতের চিহ্ন এবং বাম হাতের একটি আঙুলের নখ উপড়ে ফেলার আলামত থাকায় পরিবার এটি ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করছে।

শুক্রবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ ও নড়াইল সীমান্তবর্তী কাশিয়ানী এলাকার মধুমতি সেতুর কাছে মাসুমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন অটোরিকশাচালক সুজন। তিনি মাসুমকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঢাকা নেয়ার প্রস্তুতিকালে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

মাসুম বিল্লাহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের বাসিন্দা, তিনি সৈয়দ রকিবুল ইসলামের ছেলে।

নিহত মাসুমের স্বজনরা জানান, লাহুড়িয়া ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে মাসুমের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বিয়ের খবর পেয়ে শুক্রবার সকালে তিনি ঢাকা থেকে লোহাগড়ায় ফিরে আসেন। সকালে পরিবারের সঙ্গে তার শেষবার কথা হয়, এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

তার চাচা শরিফুল ইসলাম জানান, ‘আমরা শুনেছি, মানিকগঞ্জ বাজারের একটি পার্লারে মেয়েটির সঙ্গে মাসুমের কথা হয়। এরপর মেয়েটির বাবার কাছ থেকে হুমকিও পেয়েছিল। পরে হাসপাতাল থেকে ফোন পেয়ে মৃত্যুর খবর জানি। তার শরীরে আঘাতের দাগ ছিল, নখ উপড়ানো ছিল—সব মিলিয়ে মনে হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

অটোরিকশাচালক সুজন বলেন, ‘ঘটনাস্থলে কোনো দুর্ঘটনার চিহ্ন ছিল না। মনে হয়েছে, গাড়ি থেকে ফেলে গেছে।’

অভিযোগের বিষয়ে মেয়েটির পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, ‘মাসুম বিল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর