ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে এলজিইডির ব্যয় ৫০ কোটি টাকা

এম. এমরান পাটোয়ারী, ফেনী
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৮:১৭
-688d75364192c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
২০২৪-২৫ অর্থবছরে ফেনী সদর উপজেলায় বিভিন্ন প্রকল্পের আওতায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের সড়ক, সেতু ও কালভার্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
বন্যার পর সরকার অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের উদ্যোগ নেয়। এলজিইডির হিসাবে, এ সময় প্রায় ১৪৭ কিলোমিটার সড়কের ক্ষতি হয়। এর মধ্যে ২১ কিলোমিটার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যা মোবাইল মেইনটেন্যান্স কার্যক্রমের মাধ্যমে মেরামত করা হয়েছে।
এছাড়া ৪৫ কিলোমিটার সড়ক নতুন ফ্লাড ড্যামেজ প্রকল্পে এবং ৩৭ কিলোমিটার বিআরআরপি প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য জেলা নির্বাহী প্রকৌশলী দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।
আরও ১১ কিলোমিটার সড়কের জন্য রাজস্ব বাজেট প্রকল্পে প্রস্তাব করা হয়েছে। বাকি ক্ষতিগ্রস্ত সড়কগুলোর জন্যও দ্রুত প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
এ বিষয়ে এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত বলেন, ‘জনগুরুত্বপূর্ণ সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হচ্ছে। প্রস্তাবিত সড়কগুলোর তালিকা বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই দ্রুত মেরামত কাজ শুরু করা হবে।’
এআরএস