Logo

সারাদেশ

খুলনায় বাসায় ঢুকে রংমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৮:২৫

খুলনায় বাসায় ঢুকে রংমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

খুলনার সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় বাসায় ঢুকে মনোয়ার হোসেন টগর (৩৫) নামের এক রংমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত টগর ওই এলাকার জামাল হাওলাদারের ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা টগরের বাসায় ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত করছে।’

টগরের বাবা জামাল হাওলাদার জানান, ‘রাতে টগর আমাকে গেট খুলে দিতে বলে। গেট খোলার পর তিন যুবক জানান, তারা টগরের পরিচিত। আমি তাদের ঘরে ঢুকতে দিই। পরে পুত্রবধূকে ডাকতে যাই। এ সময় হঠাৎ টগরের চিৎকার শুনে ফিরে এসে দেখি, সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

টগরের স্ত্রী বলেন, ‘আমি বাসা থেকে কিছুটা দূরে রাস্তায় দোকানে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, কয়েকটি মোটরসাইকেল গলির ভেতর থেকে ‘চোর চোর’ বলে বের হয়ে যাচ্ছে। ঘরে ঢোকার পর শ্বশুর জানান, টগরকে মারধর করে ফেলে রেখে গেছে। পুলিশ এসে তাকে হাসপাতালে নেয়। গতকাল মোংলা থেকে বাসায় ফেরার সময় এক চায়ের দোকানদার বলেছিল—কারা যেন টগরের খোঁজ করছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর