Logo

সারাদেশ

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রাফি গ্রেপ্তার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৮:২৮

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রাফি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) ভোরে ফেনীর মহিপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকালে তাকে কুমিল্লার আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাফির বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি, সদর দক্ষিণ থানায় একটি এবং বুড়িচং থানায় একটি মামলা রয়েছে। এছাড়া একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপনে কলকাতা থেকে দেশে ফিরে রাফি কুমিল্লায় আসেন এবং পরে ফেনীর মহিপাল এলাকায় আত্মগোপন করেন। সেখান থেকে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে সংগঠিত করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় হঠাৎ মিছিল ও বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে রাফির বিরুদ্ধে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রলীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর